![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
পৃথিবীটা সবুজ শ্যামলের দেশ এ দেশের পরতে পরতে আছে সম্ভাবনা ময় এক প্রাকৃতিক নিদর্শন যাহা দেখে মন ভরে যায় এক নিমিশে । মহা জাগতিক এক প্রকৃতির মাঝে আমরা আছি এক বিশ্বয় কর মায়ার জালে আবদ্ধ যাহা আমাদের মনের প্রশান্তি ও ভালবাসা নিয়ে সময়ের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে।
আসলে কি ? আমরা সামনের দিকে যাচ্ছি না শেষের দিকে উত্তর টা বিশ্বয় কর তবুও মনের মাঝে প্রশ্ন যাগে আমরা কোন পথের দিকে যাচ্ছি।
সামনের পথে না কি শেষের পথে অনেক অজানা প্রশ্ন মনের মাঝে দানা বাধে উত্তর মিলাতে পারিনা আসলে কি জাগতিক নিয়মের মাঝে আমরা সবাই বন্ধি না কি এটা একটা কল্পনা মাত্র।
রাত আর দিন
আলো আর আধার
ভাল আর মন্দ
সুখ আর দুঃখ
সম্পদ আর অর্থ
অভাব আর অনাটন
এটাই পৃথিবীর কি এক মাত্র সমস্যা নাকি আরো অনেক সমস্যা আছে যাহা কিছু সংখ্যাক মানুষের নিয়ন্ত্রনে সারা বিশ্বজুরে এটা কি ক্ষমতা । সে যাই হোক সবার উচিৎ সবাইকে মানুষ হিসাবে মূল্যায়ন করা তাহলে আমার বিশ্বাস পৃথিবীর প্রভাব শালী মহলকে এগিয়ে আসা প্রতিটি মানুষের পাশে সুখ দুঃখকে ভাগা ভাগি করে নিয়ে নিজেকে একজন মানুষ হিসাবে একজন অসহায় মানুষকে সহযোগীতা করা।
তাহলেই এই পৃথিবীর প্রতিটি মানুষ একটু হলেও শান্তিতে বসবাস করতে পারত।
আসুন আমরা সবাই মিলে অন্তত একজন মানুষের পাশে দারিয়ে তাহাকে সাবলম্বি করে তুলি তাহলেই একজন মানুষের জীবন স্বার্থক এক জন মানুষ হিসাবে। আমরা কি পারিনা এই কাজটি করতে যাদের ইচ্ছা আছে তাঁদের সম্পদ বা অর্থ নাই আর যাদের আছে তাঁরা এগিয়ে আসুন মানুষের কল্যানের জন্য।
২| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৭
অর্কমানিক বলেছেন: আপনাকে ধন্যবাদ একদিন সব সম্ভব হবে !........................আমাদের বিশ্বাস ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৩
বোধহীন স্বপ্ন বলেছেন: প্রভাবশালী মহলের কাছে এইসব কথার কোন দাম নাই। নইলে অনেক সমস্যার সমাধান মুহুর্তেই হয়ে যেত।