![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
নানান ব্যাস্ততার মাঝে ঘরমূখী মানুষের গাড়ীর টিটিক একটি বড় সমস্যা বাড়ীতে সবার সাথে এক সঙ্গে ঈদ এর আনন্দ ভাগাভাগি করার জন্য হাজার ও কষ্টের মাঝে একটাই গন্তব্য গ্রামের বাড়ী । আর সবার সাথে ঈদের আনন্দ মিলেমিশে একাকার হয়ে দিনটি কাটাবে আপন জন দের সাথে সবাই সে যে কি আন্দন ...............................! আমার হয়তো সেটা হবেনা একাকিত্বতার সাথেই নিজেকে মানিয়ে নিতে হবে নিজের জন্য জানিনা দিনটি কেমন কাটবে পূর্বথেকে তেমন কোন নিদিষ্ট সময় সূচী তৈরী করিনি।
অজানা পথে আমি যাহা হারিয়ে এসেছি প্রথমে সেখানেই খুজব নিজেকে আপন করে নেবার জন্য তার পর ভালবাসার ফসলের উদ্দেস্য নিজেকে ভাসিয়ে নিয়ে যাব স্বপ্নপূরী................!
ভালবাসা আর হাজর আনন্দ উল্লাসের মাঝে কাটুক সকলের ঈদের উৎসব এই কামনাই রইল সকলের জন্য অগ্রীম ঈদ মোবারক......................... সবাই ভাল থাকবেন আনন্দ করবেন আপন জনের পাশে দাড়াবেন সুবিধা বনচিৎ মানুষের জন্য সামান্য তম কিছু করার জন্য চেষ্টা করবেন ।
একটা দিনের প্রত্যাশাকে লালন করে আমাদের মাঝে যে উল্লাস, আনন্দ, প্রতিক্ষা, ভালবাসা সব যেন সার্থক হয় এই কামনা করি সকলের জন্য আর সেই দিনটা যেন আমাদের মাঝে প্রতিটা দিন হয়ে ফিরে আসে এই প্রত্যাশা করি সকলের কাছে।
শুভহোক সকলের ঈদ আনন্দ এই কামনাই ঈদ মোবারক ----------------------------
ঈদ মোবারক----------------ঈদ মোবারক-----------------ঈদ মোবারক--------
ঈদ মোবারক---------------ঈদ মোবারক------------------ঈদ মোবারক-------
ঈদ ভাল থাকবেন সবাই সবাই এক সাথে আন্দ করবে ভুলে যাবেন সকল হিংসা রাগ অভিমান এই প্রত্যাশা কামনা করি সকলের মাঝে আমরা সবাই যেন ভালবাবে কাটাতে পারি জীবনের প্রতিটা দিন প্রতিটা মূহুত্ব ভাল থাকবেন সবাই আর সকলের জন্য দেওয়া করবেন ।
©somewhere in net ltd.