![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
অনাকাক্ষিত ভাবতেই অবাগ লাগে এভাবে তোমার সাথে দেখা হবে আমার , দিন, মাস, বছর, এভাবেই কাটছে সময় জরুরী কাজের মাঝে তোমার সাথে এভাবে দেখা হবে ভাবতেই অবাগ লাগে একটুও পরিবর্তন দেখলাম না তোমার মাঝে তোমকে দেখে মনে হল অনেক যন্ত্রনা তোমার মাঝে কিন্তু তাঁর কোন বহির প্রকাশ তোমার মাঝে দেখলাম না না কি আমাকে বুভতে দিলে না ?
অজানা অনেক প্রশ্ন মনের মাঝে দোলাদেয় ভাবতেই অবাগ লাগে তোমার সাথে এভাবে দেখা হবে নিজের প্রয়োজনে অনেকেই বদলাই কিন্তু তুমি বদলাতে পারনি কেন এমন হল তা হলেকি তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে বিসর্জন দিয়েছো আমার জন্য ভাবতেই অবাগ লাগে তুমি কতো বোকা । নিজেকে কষ্টের মাঝে রেখে সবাইকে বুঝালে আমি ভাল আমি আর সবাই তাই বিশ্বাস করল কিন্তু আমি তো বিশ্বাস করতে পারছিনা কোমার এমন হল।
হাজার প্রশ্ন নিজেকে বার বার তাড়া করেছে কিন্তু এ্রর উত্তর এখনো পাইনি অবাগ লাগা কিছু ভালবাসা ক্ষনিকের মাঝে যাহা রেখে গেলে তাহাকি আমি অনাদরে কুড়িয়ে নিব নাকি তোমার প্রতি রুদ্রতার সহিত তাহা ফিরিয়ে দেব বুঝতে পারছিনা কি করব আমি ?
আজ তোমার মতোই বন্ধি ভালবাসা আর হতাশার মাঝে নিজেকে ভাসিয়ে নিয়ে যাচ্ছি আমি সময় আমাকে কোথায় নিয়ে যায় সময়ের স্রতে তাহা দেখার জন্য অপেক্ষায় থাকব আমি সময়ের পথে আর কখনো হবেনা ফেরা তোমার পৃথিবীতে ভাল থাক এই কমনাই ।
©somewhere in net ltd.