| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্কমানিক
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
১৩-০৯-২০১৪ইং এক স্বপ্ন বিলাসী মানব কন্যার আবির্ভাব আহ্ কি সেই আনন্দ না দেখলে কখনোই কল্পনা করা যাবে না অনেক আশা আর প্রত্যাশা নিয়ে সে এসেছে আমাদের মাঝে যাহা না দেখলে বোঝার উপায় নায় জানার আগ্রহ থেকেই যায় যাহা কখনো আর শেষ হবেনা আমাদের স্বপ্ন বিলাসী রাজত্বহীন রাজ কন্যার জন্য।
মনের মাধুরী দিয়ে তোমাকে সাজাবো আমাদের রাজত্ব্য স্বপ্ন বিলাসী সবুজ শ্যামল সোনালী বাংলায় তোমার আদর ভোরের রর্দূরে শিশির ভেজা দূর্ভা ঘাসের সোনালী মনি, মুক্তা খচিত উজ্জ্বল আলোর এক অস্তিম কনার শিল্প খচিত সোনালী রর্দূর ।
যাহার জন্য অপেক্ষা করেছি অনেক টা বছর অনেকটা দিন আ্জ সেই দিন এসেছে আমাদের মাঝে তুমি অনেক বড় হও আমাদের ভালবাসা আদর আর দোওয়া রইল তোমার সাথে।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৬
আলম 1 বলেছেন: সুন্দর উপমা। আদর আর দোওয়া রইল ।