![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
কে তুমি কেন দূরে থাক শুধু আড়াল রাখ,
পৃথিবীর সুন্দর দৃশ্য গুলোর মধ্যে নিঃসন্দেহে নিস্পাপ চাহনির মধ্যে চোখ একটি।
সময়ের সাথে সাথে চোখের ভাষার ও পরিবর্তন হয়
বাস্তবতার চার পাশে চোখের রহস্য বিরাজ করে চোখ কি শুধুই রহস্য ?
কখনো এই চাহনির মাঝে বিরাজ করে না বলা কথা গুলো
শব্দহীন এই চাহনি বোবার মতো শুধু নীরবে তাকিয়েই বোঝায়
মনের অবস্থান শুধু নিজেই নয় অন্যকেও উপলব্ধি করায় আসলে চোখ কি বলতে চাই।
চোখের ভাষা সীমাহীন স্বপ্লিন নেশার কাছোও হার মানায় কখনো
সেই চোখেই বিষাদের কালো ছায়া ভর করে।
চোখ বুঝেই বলা যায় অনন্ত অতীত স্মৃতি আবার তাকিয়েই স্বপ্নের সাথে খেলা করে।
প্রকৃতির মতো চোখের পাতাও এক সময় ক্লান্ত ও বেদনার বৃষ্টি ঝড়ে পড়ে
আবেগী আবেশে চোখযে মনের আয়না !
যে আয়নায় প্রতিছবি সারাক্ষন তারিয়ে বেড়ায় ইচ্ছা করলেও ফেরানো যায় না
মনের মাঝ থেকে একাকৃত্বতার মাঝেও মনের আয়নায় ভেসে ওঠে
একান্ত কেউ নিজের অজান্তেই বুঝতেই পারেনা কিসের টানে এমন হয়।
অদৃশ্য এক মায়া জাল চোখের সাথে খেলা করে মনের মাঝে
আত্মার স্বাধীনতা ছাড়া চোখের স্বাধীনতা আমি মানিনা।
সভ্যতার মানে যদি তোমার চোখের দিকে তাকিয়ে
পারিকরা সময়ের নন্দিনী বলে চিহ্নিত করা যায়
দেখা যাবে সে মানুষ সে কোন সম্প্রদায়ের ও নয় তার পরিচয় মানুষ শুধুই মানুষ ?
আমি চোখ মেলে দেখলাম আকাশে আলো জ্বলে উঠল উজ্জল
সাত রং এর রং ধনুর আভা যাহা দখে চোখ ভরে যায়
স্বপ্নের সাথে বাস্তবের লুকোচুরী সবি চোখের ধাধা
আলো আধারের লুকোচুরী তাকানো আর পলক ফেলা ?
২০০৪ইং ফুলজোর নদীর চরে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৭
অর্কমানিক বলেছেন: সিরাজগঞ্জ, জেলায় করতোয়া নদীর আরেকটি নাম ফুলজের নদী .....
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব ভাল লেগেছে ---- সুন্দর বৃষ্টিভেজানো সকালে কবিতাটি ভাল লেগেছে
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
অর্কমানিক বলেছেন: ধন্যবাদ .............................
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪
সোনারতরী বলেছেন: আমার অসম্ভব ভাল লেগেছে.......... ধন্যবাদ
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
অর্কমানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৯
দুখাই রাজ বলেছেন: গদ্যকাব্য ! ভালো লাগলো । আচ্ছা , ফুলজোড় নদীটা কোথায় ?
শুভ সকাল ।