![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
আমার রঙিন কতো গুলো দিন রয়েছে
তোমার কাছে ফিরিয়ে দাও ?
সুখের সময় যেন এক অমর স্মৃতি
দুঃখের সময় যেন এক নিয়তি।
এরপর যাও চলে যাও যেখানে তুমি
তুমি চাও আর ডাকবনা তোমায়
হারানো দিন গুলো তে তুমি ছিলে
আজ তুমি অন্য মনের মানুষ।
আমার প্রয়োজন আজ তোমার কাছে
ফুরিয়ে গেছে তাইতো তুমি চলে গেলে
অনেক দূরে হয়তো আর ফেরা হবে না তোমার ?
অনাগত দিনগুলোতে আমার পাশে
একাই কাটাতে হবে তোমাকে ছাড়া একা একা।
দূরন্তপনা আর কখনো তাড়া করবেনা
প্রত্যাশার সবটুকু প্রাপ্তিই তোমার হোক
রঙিন দিন গুলো আজ আমাকে এতোটাই
দূরের মানুষ বানিয়েছো যে আর কখনো
তোমার প্রত্যাশার আলো দেখবে না ।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭
অর্কমানিক বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: শাফিনের গানের লিরিকস লিখে তুলে দিলেন, কোন কিছু উল্লেখ না করেই!!
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩
অর্কমানিক বলেছেন: আমিতো কোন কিছু অনুসরন করিনি অনেক আগের লেখা কবিতাটা ২০০৫ইং সালের অনেক দেরিতে প্রকাশ করলাম ।
যদি গানের সাথে মিলে যায় তাহলে কাকতালিও
কবিতা আর কল্পনা শক্তি এক হতেই পারে ।............
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।