নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

শারমীন জাহান তমা (তুলি)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

খোলা চিঠি তোমাকে
আশা করি একদিন তোমার চোখে পড়বে ! রং তুলির সাত রং এ আঁকা এ যে এক অনাকাক্ষিত নাম তুলি আসলে রং এর আচর সবটুকু প্রলেপ দিয়ে তোমাকে আঁকা হয়নি যাহার প্রতিছবি এখন শুধুই ধূষর অন্ধকার। মনের অজান্তেই তোমাকে চিনতে চেয়েছিলাম যাহা কখনো তুমি বুঝতে চাওনি অথবা বোঝার চেষ্টাও করনি কখনো আসলে আমি কে ?

আজ আমি অনেক দূরের মানুষ যেখানে প্রবেশাধিকার তোমার জন্য নিশিদ্ধ কারন কি বলতে পার । যদিও এমন প্রশ্ন করা তোমার কাছে অনাধিকার চর্চা করার মতো তবুও বলছি যাহা করবে একটু ভেবে বললে কারন টা আমার থেকে তুমিই ভাল জান।
তোমাকে আমি কিছুই দিকে পারিনি তবুও বলছি অভিমান আর অভিযোগ যখন এক হয়ে যায় তখন আর যায় করা যায় সঠিক কোন সিদ্ধান্ত নেওয়া যায়না তুমিও নিতে পারনি এটাই স্বাভাবিক।
তবুও বলছি আর কখনো তোমাকে কোন প্রশ্ন করব না শুধু একটা কথা বলব তুমি যাহা সিদ্ধান্ত নিয়েছ তাকি স্বাভাবিক ভাবে ভেবেচিন্তে নিয়েছ। যদি তোমার চিন্তা শক্তি সঠিক হয় তাহলে আমাকে আর কোন প্রয়োজন হবেনা তোমাকে ।
লিখতে লিখতে কলমের কালি যখন শেষ হয়ে যায় আমরা কলম তখন কলমটাকে ছুড়ে ফেলে দিই ঠিক তেমনি আমাকে আজ তুমি ছুড়ে ফেলে দিলে শেষ হয়ে যাওয়া কলমের মতো ।

তুলি রং এর ব্যবহার যদি সঠিক ভাবে প্রয়োগ করা না যায় তাহলে ক্যানভাস এর চিত্রটা কখনো মনের মতো হয়না ছবিটা অসম্পূর্নই থেকে যায় যেমন টা আজ আমি তোমার কাছে।

তুমি বলে ছিলে আমি একটু ব্যতিক্রম মনের মানুষ আসলেই তাই যদি তাই না হয় তাহলে কেন আজ আমি নিজেকে এভাবে বিসর্জন দিলাম । ভাবনা গুলো আজ আমাকে মনেক তাড়াকরে যদি তোমাকে নিজের মতো করে তৈরী করতে পারতাম তাহলে হয়তো এমন অন্ধকার দেখতে হতনা আমাকে।

নিজেকে তুমি যাহা ভাব তাহা ঠিকনা আজ হয়তো ঠিক মনে হচ্ছে কিন্তু বাস্তবতা যখন তোমার মুখোমুখি কথন তুমি বিষয়টা উপলব্ধি করতে পারবে ।

আজ যাহা ভাবছ তাহা কি ভুল না একদিন আসবে যে দিন আর অনুশোচনা করেও সংশোধন করার সময় পাবেনা ? দিন গুলো আজ তোমার প্রতিকুলে তাই তুমি পারলে এভাবে আমার সব কিছু শেষ করতে ।

২০০৮ইং থেকে ২০১৫ইং মাঝ খানে যাহা হয়েছে সবটাই আজ মিথ্যা আসলে কি যান সময় গুলো তোমার প্রতিকুলেই ছিলে তাই তুমি নিজেকে সঠিক প্রমান করলে আর আমি হয়ে গেলাম সবার কাছে ভুল । কারন আমি তোমার মতো করে মিথ্যাটাকে উপস্থাপন করতে পারিনি সবার মাঝে ।

তবুও বলছি তুমিই জয়ী আর পরাধিনতার দায় টুকুনিয়ে আমাকে আমার মতো করে বাঁচতে দাও আর কখনো আমাকে বিরক্ত করতে এসো না এটুকুই অনুরোধ তোমার কাছে আশা করি এই অনুরোধ টুকু মনে রাখবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.