![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
মনের অজান্তে তুমি শিরোনামে তোমাকেই বলছি স্বপ্ন রানী ?
আজ অনেকটা দিন পড়ে তোমার কথা মনে পরছে বার বার
তুমি আজ ভিন্ন মনের মানুষ তোমার পরিবর্তন আজ সমগ্র জীবনে
স্বপ্নগুলো আজ মলিন অন্ধকার আশা গুলো আজ শুধুই আধার
জানিনা তুমি আজ কেমন আছে নতুন সঙ্গীকে নিয়ে ?
অনেক দিন হলো তোমার কোন খবর আমি জানিনা
আসলে তুমি ভালই আছো এটা আমার বিশ্বাস...........
ভাল লাগার সব উপকরন তোমার জন্য আজ পরসা
সাজিয়ে রেখেছে নতুন দিগন্তের পথে তুমি আজ জয়ী
সকল শূন্যতা আর হতাশা আমার জীবনটা ঘিরে
তবুও তুমি সুখি হও এই প্রত্যাশা করি তোমার জন্য।
স্বপ্ন রানী তোমার চলার ছন্দপতন হবেনা জানি
নতুনকে নিয়ে তুমি ভালই আছো এটাই প্রত্যাশা
অনাগত এক পৃথিবী আমাকে উপহার দিয়ে তুমি চলে গেলে
স্বপ্নের বাসর সাজাতে অবাগ লাগা কিছু ভালবাসা
এখনো উপলব্ধি করতে পারি তোমার মাছ ধরা ছিপদিয়ে
ব্যটমিলটন খেলা বান্ধবীদের সাথে ঘুরতে বেরহওয়া
অনেক মজার সময় কাটাতে ফুলজোর নদীর বুকে
চৈত্রমাসে হেটে বেড়াতে কি সুন্দর না ছিলো সেই সব দিনগুলো।
তুমি আজ কোথায় আমি হেটে বেড়ায় তোমার ছায়ার সাথে
একা একা ...................................এই পথ চলা আর কখনো
শেষ হবেনা আমার .................তোমাকে ছাড়া ................!
©somewhere in net ltd.