![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
জীবনের কিছু সময় আসে যাহা খুব দ্রুত চলে যায় থেকে যায় শুধুই স্মৃতি ক্ষনিকের ! ভাবনার আকাশে অনেক তাঁরা জ্বলে আসলে কি সব তাঁরা আপন হয়ে ধরা দেয় দূর আকাশেয় রয়ে যায় সময়ের পথে হাজার হাজার বছর।
মনের মাঝো যাহা ধরা দেয় তাহা শুধু ক্ষনিকের স্মৃতি মনে হয় এই বুঝি সব স্বপ্ন এসে ধরা দিলো আমার জীবনে। অজানা অনেক স্বপ্ন আমরা মনের মাঝে লালন করে বেড়ায় আসলে কি স্বপ্নগুলো বাস্তবে আমাদের মাঝে ধরা দেয় সময়ের ব্যবধানে এক সময় সব কিছু স্মৃতি মনে হয় ।
বাস্তবতা শুধু হাহাকার, দুঃখ, যন্ত্রনা, না পাবার হতাশা নিয়ে সারাক্ষন তাড়া করে যাহার সমাধান গুলো মিলাতে যে সময় গুলো নষ্ট হয় তাহার একসময় স্মৃতি হয়ে হয়ে মিশে যায়।
আসলে জীবন কি ? এই প্রশ্নটার উত্তর মিলাতে পারছি না। চাওয়া, পাওয়া, আনন্দ, বেদনা, দুঃখ ,হতাশা, বিলাসিতা, অর্থ, ক্ষমতা, খ্্যাতি, যস, সুনাম, বদনাম, অহংকার, সব কিছুর মাঝে নিজেকে মিলাতে পারলাম
না আসলে যাহা বাস্তব তাহা হলো একদিন সবকিছুর মায়া ত্যাগ করে চলে যেতে হবে সময়ের পথে।
যাহার গন্তব্য আসলেও আমার জানা নাই শুধু বার বার মনে হয় যাহা হচ্ছে সব কিছুর মাঝে স্মৃতি জড়িয়ে আছে যে খানে ছিলাম আবার সেখানেই চলে যাব মাঝ খানে যাহা করার কথা ছিল তা না করে যাহা করছি তাহা শুধুই মহ আর মায়া একদিন সব শেষ হবে।
পরিনতিটা আমাদের জানা যাই !!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৬
জেন রসি বলেছেন: উত্তর খুঁজে যান।কোন একদিন পেয়েও যেতে পারেন।
শুভকামনা রইলো।