নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

মানুষ ও প্রকৃতি !

২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:১৬

একটা প্রকৃতি আর একটা মানুষ এর মাঝে কি আসলে কোন দূরত্ব আছে না কি থাকতে পারে মনের অজান্তেই এমন প্রশ্ন নিজেকে বার বার তাড়া করে বেড়ায় কোন উত্তর খুজে পাচ্ছিনা । যাহা দেখার ও যাহা সুন্দর তাহা হারালে অনেক ব্যথা ও কষ্ট লাগে তেমনি প্রকৃতির মাঝে অনেক বৈচিত্র ময় মায়া আর ভালবাসা ছড়িয়ে আছে যাহা দেখতে অনেক আনন্দ লাগে । ভালবাসতে ইচ্ছা করে কিন্তু সময়ের ব্যবধানে তাহা এক সময় অনেক দূরের হয়ে যায় ভাবতেই অবাগ লাগে হায়রে প্রকৃতি তোমার ভালবাসায় নিজেকে হারিয়ে আজ আমি একা ।
এমন অনেক দৃষ্টি নন্দিত ছবি মাঠ, ঘাট, নদী নালা, খালবিল, সমতল ভূমি, উচু ভূমি, পাহাড় পর্বত, গাছপালা পশু পাখি নানান রং বি রংঙের সাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে যাহা দেখতে অবাগ করার মতো এই সবুজ শ্যামলের ছায়া আমাদের প্রকৃতি যাহার রুপে বিমহিত হয়ে আমরা হারিয়ে যায় ভালবাসার এক অতল গভিরে।
সাত রং এ সাজিয়ে তোমাকে বরন করার জন্য প্রকৃতি আপন খেয়ালে নি্জেই নিজেকে সাজায় আপন মহিমায় ঋৃতু বৈচিত্র ময় এই প্রকৃতির প্রেমে আমি মুগ্ধ। তোমাকে আমার অনেক অনেক ভালবাসা তোমার মাঝে আমি বাঁচতে চাই সারাটি জীবন।

তোমার আঙ্গিনা আজ নতুন রুপে
সাজিয়ে রেখেছো চেনার উপায় নাই
অট্রালিকা উঠছে ধেয়ে সে প্রকৃতি নাই
স্বপ্ন হারা মানুষ গুলো হারিয়ে আজ একা
নতুন করে করলে শুরু পায়না তোমার দেখা।
মনের মাঝে প্রশ্ন যাগে কেমন আছো তুমি
আলোর মাঝে হারিয়ে গেলে অন্ধকারে আমি
ভাবনা গুলো এলোমেলো আর হবেনা দেখা
এখন আমি অনেক দূরে বাস্তবতা তাড়া করে
নিজের মাঝে হারিয়ে গেলাম এই প্রকৃতি মাঝে।

মানিক, ফুলজোর নদীর পারে ২১-০৫-২০১৫ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.