নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

\'\'আগমনী বার্তা নিয়ে\'\'

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৫

তোমার স্বপ্নকে প্রতিষ্ঠিত করার জন্য আজ আমি একা
তোমার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে আজ আমি পরাজিত
তবুও তুমি সফল হও এটাই আমার চাওয়া আর কিছুনা
জানি তুমি পারবে এটা আমার বিশ্বাস তোমার প্রতি।
হাজার যন্ত্রনার মাঝেও কখনো তোমাকে বাধাগ্রস্থ করবনা
সামনের দিতে এগিয়ে যাও এই প্রত্যাশা তোমার প্রতি !
কাক্ষিত অনেক চাওয়াই আজ অনাকাক্ষিত মনে হয়
বাস্তবের সাথে যুদ্ধো করে একদিন আমি ঠিক ফিরে আসবো
তোমাদের মাঝে সোনালী স্বপ্ন নিয়ে প্রতিক্ষায় থেকে।
হাজার অনুপ্ররনা আর ভালবাসাই পারে নিজেকে
সামনের দিকে অগ্রসর করতে আমি পারব আমাকে পারতে হবে।
বিশ্বাস আর ভালবাসা মানুষকে তার গন্তব্যে পৌছে দেয়
আমি আজ হাজার মানুষের ভিরে একা আমার পাশে কেও নাই,
আছে শুধু স্বপ্ন, আর স্বপ্ন পূরনের জন্য ইচ্ছা আর বাস্তবতা
স্বপ্নটাকে পুজি করে আমি ফিরিয়ে আনব আমার বাস্তবতা
সততা, পরিশ্রম, ইচ্ছা এ ছাড়া আমার কার কোন পুজি নাই।
তবুও আমি থেমে নেই ফিরে আসব বিজয়ী এর আগমনী বার্তা নিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.