![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
মনের অজান্তে অনেক কিছুই আজ হারিয়ে গেছে,
কখন কোথায় তাহা মনে করে আর কি হবে।
যাহা হারিয়েছি তাহা কি আর পাওয়া যাবে
আর কখনো পাওয়া যাবে না তবুও,
মনের জরে নিজেকে চালিয়ে নিয়ে যাচ্ছি
যানিনা গন্তব্য কোথায় তবুও মনে হয় ।
জীবনের কঠিন সময় গুলো একা একাই কাটিয়েছি।
নিজেকে আজ বড় অসহায় মনে হয় না
আমি বুঝতে পারছি আমাকে একাই কাটাতে হবে
জীবনের প্রতিটি মূহুত্য ।
এসেছি একা চলে যাব একা এটাই জীবন ।
তবুও জীবনের চলার পথে অনেকের সাথেই কাটাতে হয়
জীবনের এক ১/৩ অংশ সময়।
সময় গুলো মনে হয় বড়ই অসহায়
ইচ্ছা করলেই তার সাথে পাল্লা দিয়ে চলা যায় না।
এক সময় নিজেকে ছেড়ে চলে যায় একা করে ।..............
©somewhere in net ltd.