![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
মনের অজান্তেই আজ তোমার কথা মনে পড়ে
বসন্তের ঝড়া পাতার মতে ঝরে পরেছে।
মনে হয় এই তো একটু আগে তুমি এপথেই যাচ্ছে।
কিন্তু সময় গুলো অনেক পুরানো ২০০০ইং দীর্ঘ সময় তাই না ?..
আজও আমি একাই আছি আমার মতো আমার ভূবনে
তুমি আছ তোমার মতো তোমার ভূবনে।
ভাল থাক সুখে থাক বসন্তের সুবাতাস
প্রবাহিত হোক তোমার জীবনে।
©somewhere in net ltd.