নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

\'\'স্বাধীনতার শিকলে পরাধীনতা\'\'

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬

ভারা ক্লান্ত হ্নদয় দিয়ে আমি আজ আপনাদের মাঝে অনেক দিন পর
পরিবার, সমাজ, দেশ, জাতি, সারাবিশ্ব আজ যে একটা ক্লান্তিলগ্নের
মাঝে অবস্থান করছে ভাবতেই অবাগ লাগে মানবতা শব্দটা আসলে কি?
বিশ্ব বিবেক কাহাকে বলে জানিনা মানবতা কাহাকে বলে জানিনা
শুধু এটুকু বুঝতে পারি আমার শব্দটা আজ সবার মাঝে বিরাজ করছে।
ক্ষমতা সম্পদ আর ক্ষমতার অপব্যবহার কি মানবতার বহির প্রকাশ
শাসক আর শসিত এই দুই এর ব্যবধান পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে
তাহলে কেন আমরা আজ নিজেদেরকে সভ্যসমাজের মানুষ হিসাবে দাবি করি।
আজ যারা শাসক আর যারা শসিত তাদের মাঝে মানবতা কোথায়
আসলে মানবতা বলতে কি বুঝানো হয়েছে আর স্বাধীনতা বলতেই বা কি বুঝানে হয়েছে
সভ্য সমাজে এখনো মানুষকে গুলি করে হত্য করা হচ্ছে।
তাহলে আমরাকি আজও সভ্য মানুষ হিসাবে নিজেকে দাবি করতে পারি?
একজন মানুষ যখন তার মানবিক অধিকার এর কথা বলে সেটা যদি
ব্যক্তি, সমাজ, রাষ্ট্র বিরোধী হয় তাহলে ব্যক্তি স্বাধীনতা কি ?
আসলে জোর যার মুলুক তার প্রবাদটা একদম সত্য
এখানে মানবতা বলতে কিছু নেই আর যাহা মানবতার নামে চালিয়ে
দেওয়া হচ্ছে সেটা আসলে এক ধরনের ভেলকিবাজি।
বিবেক বান মানুষদের কাছে একটাই প্রশ্ন ক্ষমতাবান ব্যক্তিবর্গ
মানুষ গুলোই কি স্বাধীনতার সাধ ভোগ করবে আর আমাদের মতো
সাধারন মানুষগুলো তাদের কৃতদাস হয়ে যুগের পর যুগ পরাধীনতার
শিকলে স্বাধীন বলে নিজেকে প্রকাশ করবে আমরা স্বাধীন।
বন্ধ করুর ক্ষমতায় নিজেকে ধরে রাখার জন্য মানুষ হত্য করা
মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্যকরা এটা মানবতা বলে না।
মানুষ মানুষের জন্য মানুষের পাশে দাড়ান একটু সহানুভুতি নিয়ে
একজন মানুষের পরিবারের, সমাজের, দেশের শান্তির জন্য
আসুন আমরা সবাই এক হয়ে মানুষের পাশে দাড়ায়।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫

মেহেদী হাসান তামিম বলেছেন: ভাসাও মনের অন্ধকারে কালিমা যত
ঝরেঝরে তুমি - জাগাও জীবন
জ্বালাও, প্রেমের সে বহ্নিশিখাই শুধু জ্বালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.