নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

"শেষ আবদার"

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪০

মরণাপন্ন বালিকার শেষ আবদার টা ও তুমি রাখতে পারলে না? মানছি সে তোমার অপ্রিয়, কিন্তু একথা ও তো সত্য যে তুমি তার প্রিয়। ভেবে দেখো চাওয়া টা কিন্তু নিতান্ত সামান্য ই ছিল। একটু খানি চোখের দেখার সুযোগ থেকে বঞ্চিত হলো নিষ্পাপ রমণী। জেনে রেখো তোমারি প্রিয় ব্যক্তিত্ব, প্রাণের প্রিয়া, রাইকিশোরী ঐ অদূরে বঞ্চনার ডালি সাজিয়ে তোমারি জন্যে অপেক্ষা করছে। ক্ষত-বিক্ষত করবার তাগিদে মাঝে মাঝেই হাতছানি দিয়ে ডাকছে। প্রিয় তুমি কেন ভুলে যাও? আমার এপারের অবমাননার বিচার তুমি ওপারে গেলেও পাবে। বিপদভঞ্জন এর লীলা যে বড় ই মাধুর্যপূর্ণ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: আবদার টা কি সেটাই তো খুঁজে পেলাম না।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

অর্কমানিক বলেছেন: দেশ ত্যাগের যন্ত্রনা ।

২| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১

কাইকর বলেছেন: কিসের আবদার??

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

অর্কমানিক বলেছেন: দেশত্যাগের যন্ত্রনা ।

৩| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫২

সিগন্যাস বলেছেন: আপনি কি কবিতা লিখতে চেয়েছিলেন?

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮

অর্কমানিক বলেছেন: কবিতার ছন্দে মনের দন্দে লুকায়িত যন্ত্রনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.