![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪
বদলে যাইনি একাই আছি
শুধু পার্থক্যটা এই যে
আগে অন্ধ ছিলাম
এখন দেখতে শিখেছি।
তাকেই ভালবাসা যায়
যে কিনা হাজারও কঠিন সময়ে
হাত ধরে বলবে পাশে আছি।
আমি সেই পাখি যার বাসা নেই
আমি সেই আকাশ যার বুবে তারা নেই
আমি সেই নদী যার বুকে ঢেউ নেই
আমি সেই মানুষ যার একটা মন আছে
কিন্তু বোঝার মতো কেউ নেই।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫
রিফাত হোসেন বলেছেন: ধ্রুবতারা ২০২১