![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে গিয়েছিলাম প্রেম কাম আর লালসার চোরাবালুতে
ইট পাথরের কোঠরি পেরিয়ে ধূলার শহর মাড়িয়ে
এই আমি কোথায় যেন আটকে আছি,
নাকি ক্রমাগত তলিয়ে যাচ্ছি!!
মিথ্যা গল্পের উন্নয়ন জোয়ারে ভেসে আসছিল
বাতাসীদের অনাহারের শেষ নিশ্বাস
বসিররা হারিয়ে যেয়েও গেঁথে বসে ইতিহাসের চিপাগলিতে
ফজলে রাব্বীদের মিছিল এত লম্বা হবে,
ভেবেছিল কি রাতের আধারের কোন নিশাদল??
থামিয়ে দিয়েই ভাবি সব সম্পাত
এইবার আমার শুরু
সব শুরুর যে আছে শেষ
তা কি ভাবি গুরু?
শব্দ রা সব ছুপানো হয়ে গ্যাছে ম্যালা আগে
আছে শুধু সোফিয়া লরেন্সের ভাষা ও বোধ
ভাড়াটে কথক আর বুদ্ধি ব্যবসায়ীর শব্দচিত্র
অংকিত হয়ে আছে চার দেয়ালের দূরদর্শন।
এর মাঝে ফিরে আসা মায়ের ভাষায় আর শব্দে
নতুন করে বর্ণমালা শেখা
স কে স বলা।
ম কে ম বলা।
দুয়ে দুয়ে চার হয় বলা।
পাঁচ হয় না জোরে বলা।
শব্দের জগতে আসছি।
বুবির বুলির জগতে নয়।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
ভাঙা ঢেউ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: ভালও।