নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর নিয়ত পরিবর্তনশীল এবং একই সাথে গতানুগতিক ধারার চিন্তাভাবনাকারী মানুষদের মাঝে একজন

অচিরে অশেষ কবি

আমি পৃথিবীর নিয়ত পরিবর্তনশীল এবং একই সাথে গতানুগতিক ধারার চিন্তাভাবনাকারী মানুষদের মাঝে একজন

অচিরে অশেষ কবি › বিস্তারিত পোস্টঃ

অ্যাভেঞ্জার এক অবিশ্বাস্য থ্রিলার

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬



পৃথিবীতে খুব কম থ্রিলার লেখকই আছেন যারা ফ্রেডেরিক ফরসাইথের মত বা তাঁর সমমানের অথেনটিক ডাটাসম্পন্ন থ্রিলার বই লিখতে পারেন। আমি ১০০% নিশ্চিত না তবে খুব সম্ভতত উনিই একমাত্র থ্রিলার লেখক যিনি তার প্রথম উপন্যাস থেকেই (দ্য ডে অফ দ্য জ্যাকেল) একটি নতুন স্টাইল শুরু করেছেন যা হল সংবাদ রিপোর্টে যে রিসার্চ টেকনিক ব্যবহার করা হয় সেই স্টাইল অনুসরন করা। যেহেতু উনি নিজেই একজন সাংবাদিক ছিলেন তাই তাঁর লেখাতে সেই অভিনব স্টাইলটার প্রাধান্য পাওয়াটা অস্বাভাবিক কিছু না। উনি অন্য আরেক দিয়েও ব্যতিক্রম, যেখানে অন্যান্য জনপ্রিয় ও বেস্টসেলাররা প্রতিবছরই একটা করে উপন্যাস জন্ম দিচ্ছেন সেখানে ফরসাইথ তাঁর ৪২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই পর্যন্ত মাত্র ১৪ টি পুরনাঙ্গ উপন্যাস লিখেছেন। উনার লেখা এই পর্যন্ত যে অল্প কয়েকটা পড়েছি সবগুলোই আমাকে মুগ্ধ করেছে। সর্বশেষ পড়লাম "অ্যাভেঞ্জার"।

রিকি নামক ১৮ বছরের এক অ্যামেরিকান তরুন বসনিয়ায় ১৯৯৫ সালে রিলিফ ওয়ার্কে কাজ করতে যেয়ে নিখোঁজ হয়। রিকির ধনী কানাডিয়ান নানা "ট্রেকার" পাঠায় বসনিয়ায় তাঁর নাতির খোঁজে। ট্রেকার যুদ্ধবিদ্ধস্ত যুগোস্লাভে তন্নতন্ন করে তদন্ত করে এসে রিপোর্ট দিলো রিকির বেঁচে থাকার সম্ভাবনা শূন্য এবং এও জানালো এক সার্বিয়ান যুবকের কাছে রিকি রহস্যের চাবিকাঠি আছে কিন্তু সেই যুবক মুখে কুলুপ এটে আছে। ঘটনার প্রায় ৬ বছর পর ২০০০ সালে সেই সার্বিয়ান যুবক ট্রেকারের কাছে রহস্য উন্মোচন করলো। রিকির নানা অ্যামেরিকান সরকারের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হন। পুরো অ্যামেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটি কারো কাছেই খুনীর আপডেটেড কোন ফাইল নেই। তাঁর বর্তমান হদিস কেউ জানে না। এই মুহূর্তে এসে রহস্যময়ী "অ্যাভেঞ্জার" কে নিয়োগ দেয়া হল। আভেঞ্জারের কাজ হল খুনী পৃথিবীর যেই তল্লাটেই থাকুক তাকে ধরে আনতে হবে। কিন্তু প্রানে মেরে ফেলা যাবে না।

শুরু হলো অ্যাভেঞ্জারের অবিশ্বাস্য এবং অসাধ্য এক মিশন।

বইটি যদি কেউ ভবিষ্যতে পড়েন আমি বলব ইংলিশটাই পড়তে। ফরসাইথের ইংলিশ সমসাময়িক অন্যান্য থ্রিলার লেখকের চেয়ে তুলনামুলকভাবে কঠিনই বলা চলে। কিন্তু তারপরও বলব ইংলিশটাই পড়ার জন্য কেবলমাত্র উনার অসাধারন লেখনী টেকনিকের জন্য। আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে ফরসাইথের বই পড়ার সময় যেন একটা সিঙ্গেল ওয়ার্ডও যেন মিস না যায়। উনার ব্যাকস্টোরিগুলার মাধ্যমেই উনি বর্তমানের কাহিনী তুলে ধরেন ধীরে ধীরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৪

আলী আজম গওহর বলেছেন: থ্রিলর বই পছন্দ করি। অবিশ্বাস্য হলেতো কথাই নেই।পড়ে ফেলব।চমৎকার রিভিউ এর জন্য ধন্যবাদ।

২| ১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

অচিরে অশেষ কবি বলেছেন: হুম. আশা করি নিরাস হবেন না। আপনাকে ও ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.