![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু পড়েছি আর পরীক্ষার খাতায় লিখেছি । কিন্তু কখনো দেখা হয় নাই ৫২'র ভাষা আন্দোলন, ৬৯'র গণঅভুত্থান এবং ৭১'র এর স্বাধীনতা আন্দোলন । কিন্তু এর এই একবিংশ শতাব্দীর অনেক আন্দোলনই দেখিছি । তবে সেগুলো আদৌ আন্দোলন ছিল ?! নাকি বেশির ভাগই আন্দোলনের নামে ছিল মারামারি কাটাকাটি । আর এতে করে যে তারা সফল হয়েছে সেটাও হয়নি । কিন্তু আন্দোলনের সংগাটা এবার ভাল ভাবে বুঝিয়ে দিল যে ইহা কাকে বলে ও কত প্রকার ও কি কি । না মারামারি না কাটাকাটি কিন্তু এগুলো না করে কিভাবে নিজের অধিকারের আদায় করে নিতে তা দেখিয়ে দিয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়া আপুরা । বাংলাদেশের কতগুলো সফল আন্দোলনের তালিকায় এটিও থাকবে ।
বাট আপচোচ,
বেচার মাল আসলেই একটা আবা**
চেয়েছিল ভ্যাট পেয়ে গেলে চে**
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
আমি আবুলের বাপ বলেছেন: যা চেয়েছিলো,পেয়ে গেছে অন্য ভাবে। কম্পিউটার ও কম্পিউটার পণ্যে এখন থেকে ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিতে হবে।
টেকি হেল্প (ফান পোষ্ট)
তাই কম্পিউটার বাদ দিয়া টাইপরাইটারের যুগে ফেরত যান।
টাইপরাইটার দিয়া কি ব্লগ লেখা যায়?