| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাব্য পূজারি
আমার হারাবার কিছু নেই, আবার পাবারও কিছু নেই, আছে কিছু অতিরিক্ত সময় পকেটের শেষ সম্বলের মতো, খরচ করতে ইচ্ছা করে না,অথবা কোন মূল্য থাকে না।
অবেলার ডাকে রাস্তায় দাড়িয়ে আমি -
বাতাসের ঝাপটায় চুলের আলোড়ন তুলে ,
রাজপথের কতৃত্ত নিয়েছে কেড়ে,
শূন্যতার মাঝেও আশার আলো জেগেছে ,
জিবনকে নতুন করে সাজানোর ইচ্ছায় ব্যাকুল করেছে মোন ।
কাজল আলো ঐ দুটি আখির দৃষ্টির সিমানায়
সময় গিয়েছে থেমে-
এ অবেলায় ।
গোলাপ রাঙ্গা সরু দুটি ঠোটের মৃদু কাপনে চূর্ণ করেছে
এ বক্ষ, মন ও তার সবটারে ।
সময়কে বার বার ধিক্কার জানাতে ইচ্ছা করে ।
কেনো এই সংক্ষিপ্ততা !
ক্ষণকাল কেনোই বা অনন্ত কালে পাড়ি জমায় না ?
সিমাহিন আশার জাল বুনে ,
সময় পরিভ্রমণের অপেক্ষায় -
এ অবেলায় ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬
কাব্য পূজারি বলেছেন: জাগতিক সুন্দর্যের শুভেছা ।
২|
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো । ![]()
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৩
কাব্য পূজারি বলেছেন: ধনন্য বাদ কলম যাদুকর
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ।
শুভেচ্ছা ।