নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশ্রু কারিগর

অশ্রু কারিগর › বিস্তারিত পোস্টঃ

জল গদ্য

১৪ ই মে, ২০১৬ রাত ১০:১১

বাইরে তুমুল বৃষ্টি। আকাশ ফুটো হয়ে গেছে। বেলকনিতে দাড়িয়ে অরুনা বৃষ্টির ছাটে ভিজছে।তার খুব মন চাইছে অর্থ কে ফোন করতে। অর্থর হাত ধরে রিক্সায় বসে ভিজতে।

অরুনা কল্পনার জগতে হারিয়ে যায়।ফাঁকা রাস্তায় শুধুমাত্র তাদের রিক্সা।খালি রাস্তায় অরুনাদের রিক্সা চলছে।রিক্সাআলা মুচকি মুচকি হাসছে বলে অরুনার মনে হচ্ছে। সে তার মনোযোগ অর্থের দিকে দিল।অর্থ রাস্তার পাশে কুকুর গুলো দেখছে বিশাল মুগ্ধতায়।অরুনার হিংসে হয় কেন অর্থ সেই মুগ্ধতায় তার দিকে তাকায় না। এবার অরুনা রাগ করে অন্য দিকে মুখ ঘুরিয়ে রাখল। এবার মনে হয় অর্থ একটু খেয়াল করল। জোরে করে অরুনাকে ঝাকি দিয়ে বলল:অরু, কোথায় তাকিয়ে আছ? অরুনা গলায় অভিমানের সুর তুলে বলল:তুমি তোমার প্রকৃতি দেখো,আমার কাছে কি চাও!অর্থ অরুনার চুলের গোড়া শক্ত করে ধরে তার দিকে মুখ ঘুরালো। অরুনা চোখ বন্ধ করে আছে। চোখ বন্ধ করেই অরুনা বুঝে অর্থ খুব বেশি কাছে তার। অর্থ আর ও একটু কাছে আসে।বৃষ্টির ফোঁটায় অরুনা অর্থের গন্ধ পায়...

অরুনা চোখ খোলে।বৃষ্টির ছাটে ভিজে গেছে তার মুখ।সেই সাথে তার নরম জলের মাখামাখি।
অরুনা তার ইচ্ছের কথা কখনই অর্থকে বলতে পারে না।সবগুলো ইচ্ছের মত বরষা যাপন এর গোপন বাসনা তার গোপন ই রয়ে যায়।

চোখ ধোয়া নরম জল আর বৃষ্টির মাখামাখি হয়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ রাত ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অরুনা তার ইচ্ছের কথা কখনই অর্থকে বলতে পারে না। সবগুলো ইচ্ছের মত বরষা যাপন এর গোপন বাসনা তার গোপন ই রয়ে যায়।
চোখ ধোয়া নরম জল আর বৃষ্টির মাখামাখি হয়!" ইচ্ছের কথা বলতে হয়; নইলে অর্থ বুঝবে ক্যমনে?

২| ১৫ ই মে, ২০১৬ রাত ১২:২৫

বর্ণিল হিমু বলেছেন: এগুলা লিখে কি মজা পান..... !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.