নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

আজ আমি ফুল প্যান্ট পড়েছি

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৭

২০০৯ সালে আমি ডিপ্লোমা পাস করি

যেদিন আমি বি এস সি ভর্তি হই

সেদিন আমার ডিপ্লোমার শেষ পরীক্ষা ছিল

আম্মু আমাকে পরীক্ষা শেষে নরদান ভার্সিটির

কারনবাজারের ক্যাম্পাসে নিয়ে যান



চার মাস পর আমার দুটি রেজাল্ট বের হয়েছিল

এক সেমিস্টারে দ্বিতীয় হওয়া আর ডিপ্লোমাতে পাস

সেদিন আমি খুব কেঁদেছিলাম

জীবনে আমি সফলতা খুব কম পেয়েছি

ক্রিকেট ভাল খেলতাম

নাক ভেঙ্গে তা ছেড়ে দিলাম

আগে অনেক কবিতা লেখতাম

একদিন সেগুলো হারিয়ে ফেললাম

জীবনে হয়তো অনেক কিছু হতে পারতাম

কিন্তু সুযোগগুলো কাজে লাগাইনি



ডিপ্লোমা পাশের পর আমার আব্বা

আবদুর রউফ সরকার প্রায় বলতেন

তুমি তো মাত্র হাফ প্যান্ট পরেছ



আমার পরিচয় আব্বা করো কাছে দিতে লজ্জা পেতেন

তাঁর ছেলে শুধু ডিপ্লোমা পাস



২০১০সালের ২৪ই এপ্রিল সকাল ৭টা ৩০ মিনিটে

আব্বা ছয় মাস ক্যান্সারে ভুগে অচেনা দেশে চলে যান

আম্মা অনেক তাঁর সেবা করেছেন যার ফলে তাঁর আজ

মেরুদণ্ডের ছয়টি হাড়ে ক্ষয় ধরা পরেছে



আজ আমি বি এস সি পাস করেছি

আজ আমি ফুল প্যান্ট পড়েছি

কিন্তু সে কথা বলার মানুষটি আর নেই।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৪

কাঠফুল বলেছেন: বিদায় হাফপ্যান্ট। এগিয়ে যান...

২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২

ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

খাটাস বলেছেন: আপনার বাবাকে আল্লাহ পাক বেহেশত নসিব করুক। আপনার আম্মার জন্য দোয়া করি, তিনি সুস্থ হয়ে উঠুন।
আপনার সুন্দর ভবিষ্যতের জন্য শুভ কামনা। ভাল থাকবেন।

৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪০

টানিম বলেছেন: এগিয়ে যান...

৫| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

ফিদাতো আলী সরকার বলেছেন: আপনাদের ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.