নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

ঈদ সৃতিঃ আমার আব্বা শিল্পী আবদুর রউফ সরকার

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১



আব্বা, অনেকের জন্য অনেক কিছু করেছ, যার জন্য তোমার শেষ সময় অনেকে অনেক সাহায্য করেছে। আজ তুমি অচিনপুরে চলে গেছো, হয়তো তোমাকে আমি, তিথি আর আম্মা ছাড়া আর কেউ মনে করে না।এই ঈদে আমি ভেড়া দিতে পারলাম না। সামনের ঈদে আল্লাহ যদি চান অবশ্যই কোরবানি দিব। তুমি কি সুন্দর করে ভেড়ার চামড়াটি ছিলতে ,তারপর মাংস কেটে চর্বি কি সুন্দর সাজিয়ে সবাইকে দিতে। আবার আমাদের জন্য রান্না করতে। আগে তুমি ভেড়ার একটি রান বড় ফুফুর বাসায়, একটি রান মেজ বাবুর বাসায় আর আরেকটি রান রাব্বি চাচার বাসায় পাঁঠাতে। আমি এই অনিয়ম ইসলামের তিন ভাগের নিয়মের ভাগের সাথে না মিলার জন্য বন্ধ করেছিলাম।এর জন্য তুমি হয়তো কষ্ট পেয়েছিলে। আজ তুমি নেই। তুমি যাদের রান দিতে তারা বা সন্তানেরা একটা ফোন দিয়ে ঈদ মোবারক জানায় না, সারা খবর নেওয়া দূরের ব্যাপার। তুমি হয়তো বড় মনের মানুষ ছিলে, কিন্তু কাউকে বড় মনের মানুষ বানাতে পারনি। এমন কি আমাকেও!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২

জুলকারনাই১৯৬৭ বলেছেন: ঈদ মোবারাক
লগইন করুন

২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

খেয়া ঘাট বলেছেন: পোস্টটি পড়ে মনটা খারাপ হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.