![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
ভুমিকা
আজ অনেক দিন পর তোমায় মনে পড়ছে। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কাটত না। আমার সকল কবিতার মূল চরিত্রে তুমিই ছিলে। আজ আমি কবিতা লেখতে পারি না। যার জন্য কবিতা লেখব সেই আমার কাছে নেই। কোথায় যে তুমি তাও জানি না। তুমি কখনো আমায় বলনি যে আমায় ভালবাসি। আমি শুধু দূর থেকে তোমায় দেখতাম। তোমার কাছেও কখনো যাই নি । আমার ভালবাসাটা কেমন জানি? আমি জানায়নি আমি তোমায় ভালবাসি এবং আমি জানিনি যে তুমি আমায় ভালবাস নাকি? একে কি নেগেটিভ ভালবাসা বলে?
(চলবে)
©somewhere in net ltd.