![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
খুব কষ্ট লাগে
যখন দেখি আমার চাচাতো ভাইয়ের ছেলে
ঠিক মতো বাংলা পড়তে পারে না
কারণ সে কিন্তু অশিক্ষিত নয়
সে ইংলিশ মিডিয়ামে পড়ে
খুব কষ্ট লাগে
যখন দেখি আমার ফুফাতো ভাইয়ের মেয়ে
হিন্দি ভাষায় কথা বলে
কারণ সে কিন্তু বোকা নয়
সে সারাদিন হিন্দি কাটুন দেখে
খুব কষ্ট লাগে
যখন দেখি আমার মামাতো ভাইয়ের ছেলে
একুশের বই মেলায় যেতে চায় না
কারণ সে স্কুলের বই ছাড়া কোন বই পড়তে চায় না
বই পড়া মানে সময় নষ্ট করা
খুব কষ্ট লাগে
যখন দেখি আমার খালাতো ভাইয়ের মেয়ে
নিজেকে বাঙ্গালী হিসাবে পরিচয় দিতে চায় না
কারণ সে কিন্তু অন্য দেশে থাকে না
লজ্জা লাগে......খুব লজ্জা লাগে
খুব কষ্ট আমার লাগে এসব শিশু কারণে নয়
ওসব নীতিহীন বিবেকবর্জিত কুলাঙ্গা অভিভাবকদের কারণে
সালাম-বরকত-জব্বর আরও নামহীন শহীদ
আমরা ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে
এতো বছর পড়েও বাংলাকে সঠিক মর্যাদা দিতে পারলাম না।
ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর.........।
২১-২-১৪
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১
ফিদাতো আলী সরকার বলেছেন: আল্লাহু আমাদের সৃষ্টি করেছেন। আরবির সাথে সাথে বাংলা ভাষা সহ সব ভাষা সৃষ্টি করেছেন। যে ভাষায় আমরা কথা বলি না কেন আল্লাহু অবশ্যই তা বুঝেন। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ(সাঃ) মাতৃভাষা আরবি হওয়ার কারনেই কোরআন শরীফ আরবিতে নাজিল হয়েছে যাতে নবীজি(সাঃ) নিজে বুঝতে আর অন্যদের বুঝাতে পারেন। আপনি যদি আরবি না জেনেও কোরআনকে নিজের ভাষায় অনুবাদ পড়ে ইসলামের সঠিক নিয়ম পালন করেন আল্লাহু অবশ্যই সঠিক পথ দেখাবে। সুতরাং যে ভাষাই শিখুন ভাল ভাবে শিখুন।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
পাঠক১৯৭১ বলেছেন: আল্লাহ শুধু আরবী ভাষা জানেন। তিনি হিব্রুও জানতেন তবে এখন ভুলে গেছেন।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
এম আর ইকবাল বলেছেন: আজ জুম্মার নামাজের খুতবার আগে ইমামের ভাষণ থেকে:
........ আজ মাতৃভাষা দিবস, আমাদের সবাইকে বাংলা ভাষার মর্যাদা দিতে হবে, এ ভাষার জন্য শহীদ হয়েছেন .......তবে ফুল দিয়ে তাদের স্মরণ করা ইসলাম সম্মত নয়, অথবা ১ মিনিট নীরবতাও নয় ............ তাদের জন্য দোয়া দুরুদ পড়তে হবে ........... তবে মনে রাখতে হবে মুসলমানদের ১ নম্বর ভাষা আরবী । এ ভাষা আল্লার ভাষা, এ ভাষাতে কোরান এসেছে, ...... আপনি আমি মরলে
এ ভাষাতে শাওয়াল জবাব হবে । ..........