নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

চালাক না বোকা?

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২



আজ আম্মা একটা প্রিয় শাড়ি হঠাৎ ছিঁড়ে যায়। আমি আম্মাকে একটি শাড়ি কিনে দেই। আমি জুলাই ২০১৩ থেকে চাকরি করছি। এর মধ্যে আমি একটা ট্যাব, একটা মোবাইল , এক মাস আমার টাকায় সংসার চলেছে। আমি পুরো টাকা আম্মার হাতে দেই। যার ফলে আমি যত টাকাই খরচ করি না কেন আম্মার কোন প্রশ্ন করে না। আর কিছু বোকা আছে যারা মাকে টাকা না দিয়ে নিজেরা খরচ করে। আমি সারা মাসেই আরাম করে খরচ করি আর তারা ২০ দিনে খরচ করে শেষ দশ দিন মায়ের কাছে হাত পাতে আর বকা খায়। এবার আপনারা বলুন কে চালাক আর কে বোকা?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২

ভদ্রসমাজ বলেছেন: আপনে মা ভক্ত চালাক সন্তান।

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১

ফিদাতো আলী সরকার বলেছেন: বুঝার জন্য ধন্যবাদ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৭

wasim_khan29 বলেছেন: মা ভক্ত। ঠিক আমার মতো। চাকরিতে ঢুকার পর থেকে এই পর্যন্ত বেতনের সব টাকা মার হাতেই দেই। সেই ২০০৩ হতে। বিয়ে করেছি একটা সন্তান আছে তার পরও বেতনের টাকা মার হাতে দেই। মাই সংসারের সব খরচ চালান। । আমার মত এমন মা ভক্ত একজন বোকার দেখা পেয়ে ভালই লাগলো।

ভালো থাকবেন।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫

ফিদাতো আলী সরকার বলেছেন: আপনার স্ত্রী আপনাকে বোকা বলে, না আপনি নিজেই নিজেকে বোকা বলেন।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১

কোবিদ বলেছেন:

বিয়ে করেন !!
বুঝবেন কত ধানে কত চাল,
হাউ মেনে পেডি
]হাউ মেনি রাইস !!

৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪

সাইবার অভিযত্রী বলেছেন: সব টাকা মাকে দেওয়াও ঠিক না,
সব টাকা ব্যকে দেওয়াও ঠিক না,
আবার সব টাকা নিজে রাখাও ঠিক না।

মাকে যেমন কিছু দিতে হবে, বৌকে কিছু দিতে হবে নিজের মত খরচ করার জন্য । যৌক্তিক বন্টন হতে হবে।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২১

পথহারা নাবিক বলেছেন: আমি আমার সব টাকা মাকে দিয়ে দেই!! যখন লাগে মার কাছ থেকে নিয়ে নেই সুবিধা হলো হিসাব রাখতে হয় না আম্মাই রাখে সব হিসাব!! আমাকে হিসাব দিতে চাইলেও নেই না!! কি দরকার!!

৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২১

সুমন ২০১২ বলেছেন: কোবিদ বলেছেন:

বিয়ে করেন !!
বুঝবেন কত ধানে কত চাল,
হাউ মেনে পেডি
]হাউ মেনি রাইস !!

মজা পালাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.