নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

রউফ ভাইয়ের নীল ভেস্পা

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১



আমার আব্বার নাম আবদুর রউফ সরকার। তিনি ছিলেন বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠতম ও শক্তিশালী প্রচ্ছদশিল্পী। সাহিত্য অঙ্গনে তাঁকে রউফ ভাই বলে সবাই ডাকত । ২৪সে এপ্রিল তাঁর ৩য় মৃত্যু বার্ষিকী । আমি তাঁর ছেলে সালাম আলী আহসান, তাঁর মেয়ে ফারহানা শারমিন আর তাঁর স্ত্রী হাজেরা খাতুন ছাড়া কেউ কি তাঁকে মনে রেখেছে কি না কে জানে!



আজ আমি তাঁকে নিয়ে কিছু বলবো না। আজ তাঁর একটি ভেস্পা নিয়ে কথা বলবো। এই ভেস্পাটি আব্বা আর আম্মাকে আমার সেজবাবু ডাঃ ওসমান আলী সরকার বিয়ের উপহার দিয়েছিলেন। ১৯৭৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আব্বা বিছানা পরার আগ পর্যন্ত ব্যবহার করেছেন। আপনারা একে এখন জাতীয় গ্রন্থকেন্দ্র গুলিস্থান অফিসে হয়তো দেখতে পারবেন।



এই ভেস্পাটি আমার অনেক ভালবাসার আবার ঘৃণার বস্তু। ঘৃণার কেন তা আজ বলবো না তবে ভালবাসার কেন তা বলবো । এই ভেস্পা আমরা চারজন ঘুরে বেড়াতাম। আমি সামনে দাড়িয়ে থাকতাম, আমার বোন আম্মা পিছনে বসতো আব্বা ভেস্পা চালাত । ছোটবেলায় আমি এই ভেস্পা নিয়ে অনেক খেলাধুলা করতাম। আমার মামাতো ও দুধ ভাই রনি অনেক দুষ্ট ছিল। একবার এই ভেস্পার তেলের মধ্যে বালু ঢুকিয়ে দিয়েছিল।



আম্মার কখন অসুখ হলে আব্বা বলত “চল বুড়ি, ঘুরে আসি।”তারপর ভেস্পা করে ঢাকা শহর ঘুরে আম্মার অসুখ যে কই পালাত আল্লাহই জানেন।



এই ভেস্পা একবার চুরি হয়েছিল । প্রায় দুবছর দেখা যায় পুলিশ এটা ব্যবহার করছে। আব্বার সাংবাদিক মহলে এবং পুলিশ মহলে পরিচয় ছিল বলে এটি সঠিক মালিকের কাছে ফিরে আসে।

আমি এটা চালাতে শিখতে চেয়েছিলাম। আব্বা আমাকে কয়েকদিন বাংলা একাডেমীতে নিয়ে গিয়েছিল এটা চালানো শিখানোর জন্য। আমি পারিনি। আমি ভাল সাইকেল চালাতে পারি। কিন্তু গিয়ার চেঞ্জ করা আমার জন্য কষ্টকর। তাছাড়া আম্মা আমাকে কছম দিয়েছে এই অভিশপ্ত ভেস্পা আমি যেন না চালাই।



আব্বা তিনবার এই ভেস্পায় মারাক্তক দুর্ঘটনা ঘটিয়েছে। একবার পা, একবার মাথা আর একবার ঘাড় ভেঙ্গেছে।

শেষের আব্বা রাতে চোখে ভাল করে দেখতে পেত না। আমি পিছনে বসে থাকলে বলতাম এখানে উচু এখানে নিচু বলে দিতাম। আমি ছাড়া আব্বা কিভাবে চালাত আল্লাহুই জানেন।



আব্বা ছিল রাজপুত্র আর এই নীল ভেস্পা ছিল তাঁর পক্ষীরাজ । সারা ঢাকা শহর ছিল তাঁর রাজত্ব। আজ আমার রাজপুত্র নাই। পক্ষীরাজ কেমন আছে কে জানে? আর রাজত্ব......।



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

আঁমিঁ ভুঁতঁ বলেছেন: বঁর্ণঁণা ভাল লাগল তবে পড়ে বুকের মধ্যে হুহু করতেঁ লাঁগঁলঁ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.