![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আকাশ জুড়ে চাঁদের আলো
লাগে যে আমার কি যে ভাল
পরীরা সারারাত খেলা করে
সাথে কিছু কুয়াশা পড়ে
প্রথম প্রথম প্রেম কি যে লাগে মিষ্টি
ভিজতে ইচ্ছে করে যদি হয় বৃষ্টি
হাতে হাত ধরে চলি মোরা দুজনা
এই অনুভুতি তোর কাছে অজানা
ভালবাসা তুই বুঝবি কি
ভালবাসতে শিখ
সারাজীবন ফুটানি করে
হারাবি তোর দিক
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিতে মুগ্ধতা