নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

রম্যকবিতা ১

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:০৩



কেউ চুরি করে, কেউ ডাকাতি করে

আমি করব কোনটা

মানে না এই মনটা



বাবা আমার সৎ ছিল

করেনি কক্ষনো চুরি

তার কলিগরা চুরি করে করে

বানিয়েছে বিরাট ভুঁড়ি



আমার বাবা ব্যাংকে রেখে গেছে

মাত্র ৬৫৬ টাকা

আমার মা কেঁদে অসুস্থ

ঘুরে না সংসারের চাকা



থাকি আমরা পড়ে বাড়ি

শুনি মানুষের কাছে খোঁটা

সামান্য ব্যাপার নিয়ে

বাড়ির মালিক আমার উপর চটা



সামান্য চাকুরি করি

শুনে কেউ হয় না খুশি

বিয়ের জন্য টাকা নেই

বসে বসে আঙ্গুল চুষি



এটা যদি হয় রম্য কবিতা

দুখের কবিতা কোনটা

সারা জীবন কি কষ্ট করব

মানে না এই মনটা ।

৯-৬-১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৪

অদ্ভুত_আমি বলেছেন: ভালো লাগলো বেশ,
একই দুখের কবিতা ভাই হেথা,
তাই কি করব ভেবে হই শেষ । :( :( :(

২| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৬

নামগোত্রহীন বলেছেন: সমস্যা থাকবে। তবু ভালো থাকিস বন্ধু। মনে পড়ে তোর ফাস্ট বল স্কুলে অামরা খেলতে পারতাম না, তাই বলে অামরা কি এক সাথে ক্রিকেট খেলিনি? জীবনকে খেলা হিসাবে নে। জীবন খুব একটা খারাপ লাগবে না। ভালো থাকিস বন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.