![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আমি লাশ হয়ে পড়ে আছি
রক্তাক্ত দেহ, মাথার ঘিলু বের হয়ে রয়েছে
আসে পাশে আরও অনেক লাশ
আমার আব্বার, আমার আম্মার
আমার দাদু, আমার দাদী
সব লাশের মিছিলের শহীদ
আমাদের লাশের ছবিতে
ব্যবসা করা শুরু করেছ
মানববন্ধন, মিছিল আর
ফেসবুকে স্ট্যাটাস
অথচ যারা আমাদের খুন করছে
যারা সেই খুনিদের বাহবা দিচ্ছে
যারা দেখেও না দেখার ভান করছে
তাদের দেশের ভিসা পেতে তোমাদের
লম্বা লম্বা লাইন
ভণ্ডামি ছাড়ও
সত্যিকারের মুসলিম হলে
মনপ্রাণ দিয়ে প্রতিরোধ কর
আজ আমরা লাশ হচ্ছি
কাল না তোমাদের সন্তানেরা
এমন লাশ না হয়ে যায়
২৩-৭-১৪
২| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৯
রাজিব বলেছেন: বাংলাদেশের মানুষ সব সময়ই ফিলিস্তনিদের পক্ষে তা হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধ, আওয়ামি লিগ বিএনপি জাতীয় পার্টি বা বাম পন্থী কমিউনিস্ট দল গুলোও। তাই আমরা ভণ্ডামি করছি একথা মানতে পারলাম না।
আর আমেরিকা বা ইংল্যান্ড যারা যায় তারা সখে যায় না। পেটের দায়ে প্রানের তাগিদে যায় একটু ভাল জীবনের সপ্নের জন্য যায়। সেখানে গিয়ে হোটেলে কাজ করে, ট্যাক্সি চালায় এবং দেশে টাকা পাঠায়। তাদের কষ্টের উপার্জন রেমিটেন্স হয়ে আসে ডলার হয়ে। আর আমাদের অর্থনীতি নির্ভর করে সেই ডলারের উপর ভর করে। তারা যদি সত্যিই ভণ্ডামি করতো তাহলে আমেরিকা ইউরোপে ফুর্তি করে টাকা উড়াত।
আপনার আবেগ ঠিক আছে। গাজার প্রতিটি শিশুর প্রতি মানুষের প্রতি আমাদের সমবেদনা ও সমর্থন আছে। কিন্তু বাস্তব বড়ই নির্মম। তাই আমাদের দেশের মানুষকে ভণ্ড বলা আমার ভাল লাগলো না একটুও।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য তাত্ত্বিক কবিতা , ভাললাগা +