নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

খুব ইচ্ছে হয়

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৪


কালো মেঘে ছেয়ে রয়েছে এ জীবন
একাকীত্ব দৈত্যের মতো ছিরে খাচ্ছে
হ্রদয়ের রক্তক্ষরণ আর চোখের জ্বালা
জাহান্নামের যন্ত্রণা প্রতি মুহূর্তে পাচ্ছি

খুব ইচ্ছে হয়
কারো সাথে কথা বলি
কষ্টগুলো শেয়ার করি
নতুন সুখ সৃষ্টি করি

ইচ্ছেগুলি কেমন যেন রূপকথার মতো
ভাবতে ভাল লাগে
কল্পনাকে দিয়ে কি সৃতি গড়া যায়?

ভালবাসা, ভাল লাগা কেমন জানি ভোঁতা হয়ে গেছে
কিচিরমিচির করে পাখিগুলো উড়ে যাচ্ছে
বন্দি খাঁচায় সেই আমি একাকি রয়ে যাই
দরজা খোলা তারপরে আমি বের হতে পারি না

মনে মধ্যে এক হযবরল রাজ্য গড়ে রেখেছি
পাগলা রাজা, পাগলা প্রজারা নৃত্য করে একসাথে
কেউ হয় গুম, কেউ হয় নিহত
লাশ নিয়ে ব্যবসা করে, চেতনা বিক্রি করে

মুক্তি চাই কবিত্ব থেকে
এ এক যন্ত্রণা
সত্য বলতে চাই
কেউ শুনতে চায় না
গলা চেপে ধরতে চায়
জিবহা টেনে ছিঁড়তে চায়

আমি কিছু বলতে চাই
আমাকে বলতে দাও ।
১০-১০-১৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা +


শুভেচ্ছা রইল :)

২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.