নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলা থেকে যা শিখিছি তা যদি ভুল হয় তবে পরিত্যাগ করতে বিন্দু মাত্র দ্বিধা করা উচিত নয়

১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

আমাদের পরিবারে পায়ে ধরে বড়দের সালামের নিয়ম। আমি ছোটবেলায় তাদের কথায় আমিও করতাম। বিশেষ করে ঈদের সময়। সাথে আবার সেলামি পেতাম। তবে যখন থেকে জানলাম ইসলামে এর অনুমতি নেই, তখন থেকে আমি বন্ধ করে দিয়েছি এবং অন্যদেরও করতে না করি। কিছুদিন আগে আমার এক ভাইকে এবং আমার আম্মাকে এটা করতে দেখে সেই ভাইয়ের বিয়ের কথা মনে পড়ে গেল। বিয়ে করতে যাবে সে ভাই লাইন ধরে বয়স্করা দাড়িয়ে রয়েছে। একজনের পর একজনকে করে যাচ্ছে। কাকে করছে তা বুঝতে পারছে না......শেষে তার থেকে ছোট একজনকে করে ফেলেছে। সে কি সবার হাসি!
আসলে আমাদের কোন কাজই কাউকে খুশি করার জন্য করা উচিত না একমাত্র আল্লাহুকে ছাড়া। তিনি আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের সঠিক পথের সঠিক শিক্ষা অর্জন করা উচিত। ছোটবেলা থেকে যা শিখিছি তা যদি ভুল হয় তবে পরিত্যাগ করতে বিন্দু মাত্র দ্বিধা করা উচিত নয়। আল্লাহু আমাদের মুসলিমের ঘরে জন্ম দিয়েছে এবং এমন সুযোগ দিয়েছেন যেন সঠিক শিক্ষা লাভ করতে পারি। এখন কোরআন শরীফ বাংলায় অনুবাদ হয়েছে ...হাদিসসমূহ বাংলা অনুবাদ হয়েছে, ঘরে ঘরে বাংলা পিস টি ভি চলছে, যে কেউ কাঁটাবনে মসজিদের সাথের দোকানগুলোর থেকে যে কোন ইসলামিক বই কিনতে পারবেন। আমি ১০০০ টাকার বই কিনি প্রতি মাসে। সময় পেলে সেগুলো পড়ি। আপনারা তো ঘণ্টার পর ঘণ্টা কত অকাজে সময় নষ্ট করেন। দিনে এক ঘণ্টা আল্লাহুকে জানার কাজে ব্যয় করুন। এতে নিজেরই উপকার হবে। কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। আল্লাহু যেন আমাদের সঠিক পথে চলার সুযোগ করে দেন।(আমিন)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

খেলাঘর বলেছেন:

" আমি ১০০০ টাকার বই কিনি প্রতি মাসে। সময় পেলে সেগুলো পড়ি। "


-কত বেতনে চাকুরী করেন, বা মাসে আয় কত?

কিসের উপর লেখা বই কিনেন?

২| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

ফিদাতো আলী সরকার বলেছেন: ১৫০০০ বেতনের চাকুরী করি। ১ বছর ৫ মাস ধরে চাকুরী করি। অর্থাৎ ১৭০০০ টাকার বই কিনেছি।

৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

আহলান বলেছেন: বুখারী শরীফের সংকলক- হযরত ইসমাইল আল বুখারী (চিনেন তো?) তারই রচিত আরেকটি হাদিস গ্রন্থ আল আদাবুল মুফরাদ কিনে পড়ুন। উত্তর পেয়ে যাবেন। কদমবুচি করা সুন্নাত। খাস সুন্নত ....সুতরাং আপনি না করলে না করেন, আরেকজনকে পথভ্রষ্ট করবেন না .....

৪| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

ফিদাতো আলী সরকার বলেছেন: আপনি তো বইটা পড়েছেন, তাতে কোরআনের কোন আয়াতে কিংবা কোন হাদিসের বইয়ের কোন হাদিসে আছে দয়া উল্লেখ করবেন কি? শুধু বলুন দেখি হজরত মুহাম্মদ (সাঃ) কে কে কে কদমবুচি করেছে? আমার কথা ভুল যদি হয়, আপনার সঠিক কথার প্রমান দিন।

৫| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

আহলান বলেছেন: কষ্ট করে বইটা কিনে পড়েন, তাহলে আপনার ভুল ভালোভাবে শুধরে যাবেন। এই কারনেই আমি জানলেও হাদিসটা বলি নাই।

৬| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

মনিরা সুলতানা বলেছেন: আল্লাহু যেন আমাদের সঠিক পথে চলার সুযোগ করে দেন।(আমিন)

৭| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই, পায়ে হাত দিয়ে সালাম করা অত্যন্ত উত্তম পদ্ধতি।

সত্যিকার মুরব্বির পায়ে চুম্বন করাও অত্যন্ত উত্তম এবং সুন্নাহ। খাঁটি সুন্নাহ। এতে কোন সন্দেহ নেই।

ইমাম বুখারীর মাত্র দুটা বই বর্তমানে পাওয়া যায় সম্পূর্ণ। তার একটা জামে আল বুখারী এবং অন্যটা কিতাব আদাবুল মুফরাদ বা মুসলিমদের আদব বিষয়ক।

এই গ্রন্থে ইমাম বুখারি রাসূল দ.'র পদচুম্বন বিষয়ক কয়েকটা হাদীস এনেছেন। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ আলী রা. আব্বাস রা.'র পদচুম্বন করছেন এমন অনেক হাদীসও রয়েছে।

এমনকি ইমাম বুখারী তাঁর শিক্ষকের কাছে পদচুম্বনের অনুমতি চেয়েছেন। ইমাম মুসলিম আবার ইমাম বুখারির পদচুম্বনের অনুমতি চেয়েছেন এবং পেয়েছেন এবং করেছেন।

ইমাম বুখারী এমনি মানুষ, ইনি সত্যিকার না জেনে কখনো কোন হাদীস বলতেন না। এমনকি কল্পনাতেও আনতেন না বর্ণনা করার কথা।

জগতে আল্লাহর রাসূলের সুন্নাহ ইমাম বুখারী ইমাম মুসলিম এই দ্বয়ের কাছাকাছি খুব কম মানুষই জানেন।

মায়ের পায়ে ধরে সালাম করা বা পদচুম্বন করা খুবই উচ্চ স্তরের সুন্নাহ।


শিউরে উঠে লিখলাম ভাই, আমরা কোথায় যাচ্ছি! ইসলাম ও তার শিক্ষা কোথায় চলে যাচ্ছে!

৮| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

ফিদাতো আলী সরকার বলেছেন: সালাম বিনিময় বা সম্ভাষণের ইসলামী পদ্ধতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.