| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিদাতো আলী সরকার
একটাই দেশ, বাংলাদেশ।
পায়ের কাছে সাতটি বিড়াল ঘুর ঘুর করত
একেকটি একেক সুরে মিও মিও করত
আব্বা ওদের জন্য মাছ ভেজে ভাত দিয়ে মাখিয়ে দিত
আমি ক্রিকেট অনুশীলন ফিরতাম
বিছানা গা এলিয়ে দিতাম
একেক বিড়াল আসতো আমার থেকে আদর নিতে
কত সুন্দর সুন্দর ওদের নাম রাখতাম
বাবুদা,মসু,জেসিকা, ক্যাটরিনা আরো কত কি?
তখন হয়তো অনেক কষ্টে ছিলাম
কিছু কিনতে চাইলে হাজার বার চিন্তা করতাম
কিন্তু তারপরেও তখন খুব ভাল ছিলাম
আজ বিড়ালগুলো নেই
আব্বা নেই
আছে আম্মা যার দিকে তাকালে কষ্ট লাগে
এখন অনেক কিছু কিনতে পারি
কিন্তু সেই দিনগুলো ফিরে পাই না।
১৮-১১-১৪
©somewhere in net ltd.