![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আম্মু যে আমাকে কত ভালবাসে
তা হাজার কবিতা লেখলেও
শেষ হবে না
একবার আম্মুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল
পাঁচ মিনিট কোন সাড়া ছিল না
যখনই জ্ঞান ফিরেছে
"আমার অতি কই?"
আমি পড়াশুনায় সবসময় ফাকি দিতাম
আমাকে পাস করার কতই চেষ্টা না
আম্মু করতো
ক্লাস রুমের পাশে দাঁড়িয়ে ক্লাসের নোট করতো
আমার পড়তে ইচ্ছে না করলে সে নিজে পড়ে দিত
তাও আমি যেন পাস করি
এই ছোট জীবনে অনেক ব্যর্থতা দেখেছি
কাউকে পাশে পাইনি
শুধু আম্মু ছাড়া
আম্মু কাছে আমি এক রাজপুত্র
যে একদিন এক রাজকন্যা নিয়ে আসবে
সারাবিশ্ব জয় করবে
রূপকথা তো রূপকথাই
বাস্তবতা খুবই কঠিন
তোমার এই ব্যর্থ রাজপুত্রকে
ক্ষমা করে দিও।
২৬-১১-১৪
২| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২
মামুন রশিদ বলেছেন: আপনার মা'কে সালাম ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
কলমের কালি শেষ বলেছেন: আপনার মায়ের জন্য দোয়া রইল ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১২
তাশমিন নূর বলেছেন: স্রষ্টা আপনার আম্মুকে ভালো রাখুন সবসময়। সারা জীবন মায়ের পাশে থাকবেন।