| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিদাতো আলী সরকার
একটাই দেশ, বাংলাদেশ।
বিজয় আজ নিহত হয়েছে
ক্ষমতাবানের লোভে
জনগণের নির্লিপ্ততায়
জালিমের ভয়ে
বাটবারদের দৌরত্তে
বিজয় আজ নিহত হয়েছে
পরদেশীয় সংস্কৃতির আগ্রাসনে
যুব সমাজের মাদকতায়
নির্লজ্জ নারীর নগ্নতায়
ধার্মিকদের অজ্ঞতায়
বিজয় আজ নিহত হয়েছে
মুক্তিযুদ্ধ যখন পরিণত হয়েছে ব্যবসায়
ভুয়া মুক্তিযোদ্ধা কেনা বেচায়
বিকৃত ইতিহাস চর্চায়
রাজনীতিবিদদের মিথ্যা কথায়
বিজয় আজ নিহত হয়েছে
ভোটের অধিকার হারায়
অবৈধ সরকার ক্ষমতায়
প্রতিদিন গুম-ধর্ষণ-হত্যায়
জনগণের প্রতিবাদের শক্তি হারায়
১৬ ডিসেম্বর আসে
ফুল দিয়ে ছবি তোলার জন্য
ভাল ভাল বাণী দেয়ার জন্য
দেশী গান বাজাবার জন্য
পরেরদিন থেকে আবার বেঈমান হওয়ার জন্য ।
১৭-১২-১৪
©somewhere in net ltd.