![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
খুব কষ্ট লাগে যখন দেখি
আমার আম্মা ঘণ্টার পর ঘণ্টা
সি এন জির জন্য দাঁড়িয়ে থাকে
৫০টাকা বেশি দিলেই যেতে পারতো
খুব কষ্ট লাগে যখন দেখি
আমার ছোটবোন কম দামী
মোবাইল ব্যবহার করে
ঠিক মতো নেটওয়ার্ক পায় না
হ্যালো হ্যালো করতে থাকে
খুব কষ্ট লাগে যখন আমি
২৭ কিংবা ৩ নম্বর বাসে চড়ে
দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে বাসায় ফিরি
বসলেও চিপা ছিটে চাপে পা দুটা
খুব ব্যাথা লাগে
আমি অনেক স্বপ্ন দেখতে ভালবাসতাম
কিন্তু আজ সব ভেঙ্গে গেছে
ভাঙ্গা কাঁচের মতো চারদিকে ছড়িয়ে আছে
এ জীবন খুব কষ্ট লাগে
আমি নতুন জীবন চাই
আমার আম্মা দামী গাড়ি নিয়ে ঘুরবে
আমার বোন দামী মোবাইল ব্যবহার করবে
আমি অনেক টাকা দান করতে পারবো
একদিন হয়তো এই স্বপ্নগুলো পূরণ হবে
তখন হয়তো এই কবিতার কথা মনে থাকবে না
তখন হয়তো আমি কবি থাকবো না।
২৫-১২-১৪
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: একদিন হয়তো এই স্বপ্নগুলো পূরণ হবে
তখন হয়তো এই কবিতার কথা মনে থাকবে না
তখন হয়তো আমি কবি থাকবো না। +
ভালো থাকবেন ভ্রাতা :।।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০
কলমের কালি শেষ বলেছেন: হুম ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩
খেলাঘর বলেছেন:
পুলিশে চাকুরী নেন।