নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল ভালবাসা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

দিন দিন আমি হয়ে যাচ্ছি
তোমার প্রেমের দিওয়ানা
রাত রাত কেটে যায় মোর
তুমি কি তা বুঝ না।

তুমি শুধু মোর ভালবাসা নয়
আরও কিছু
আত্মার আত্মীয়, যন্ত্রণার মলম
রসালো লিচু

সবসময় গেয়ে যাই এক গান
এক কবিতা
এক গল্প
এক উপন্যাস
এক স্লোগান

"আমি রাজকুমারীকে ভালবাসি,
ভালবাসি, ভালবাসি, ভালবাসি"

যত ভালবাসি
তত কাছে আসি
যত যন্ত্রণা দেই
তত মন্ত্রণা নেই

তুমি ছাড়া করি নাতো কোন চিন্তা
চল একসাথে খাই ইলিশ আর পান্তা।

নির্লজ্জের মতো চেয়ে থাকি তোমার দিকে
আর ওদিকে তুমি মনোযোগ দিয়ে দেখ "পিকে"।

কবিতা আবোল তাবোল হতে পারে
তবে আমার ভালবাসা নয়
তোমার জন্য রাজকুমার হতে রাজি আছি
রাজ্য করবো জয়।
২২-০২-১৫

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

অতি-তিথির আম্মা আলো বলেছেন: দারুণ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

সরদার হারুন বলেছেন: সত্যি তুমি আবোল তাবোল ভালবাস তাই কেবল কেবল ।

তাইতো দিলেম +++++++++++++++কেবল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.