![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আপনি কি ভাল পাত্র হতে চান ?
প্রথমে তো নামাজ পড়বেন না,
পড়লেও সপ্তাহে একদিন ভণ্ডামি দেখাতে যাবেন
কারি কারি টাকা হতে হবে
দুই নম্বর হলে সবচেয়ে ভাল
আগে থেকে কয়েক মেয়ে জীবন নষ্ট করতে হবে
অভিজ্ঞতার আলাদায় দাম
সারাদিন সিগারেট ফুকতে হবে
আর রাতে মদ
আরও নেশা থাকলে আরও ভাল
সবসময় মিথ্যা বলতে হবে
বাটপারি করতে হবে
বড়দের অপমান করতে হবে
ছোটদের ঘৃণা
এসব করতে পারলে আপনি ভাল পাত্র
যেকোন বাবা তাঁর মেয়েকে আপনাকে দিয়ে দিবে
দারুন জামাই আদর পাবেন
কিন্তু রাতে যখন আয়নায় নিজেকে দেখবেন
একটা শয়তান বলে ভয় পেয়েন না
ওটা আপনি।
৮-৪-১৫
©somewhere in net ltd.