![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
কতদিন কেঁদেছি তোমারই লাগি
যন্ত্রণায় দগ্ধ হৃদয় খানি
নিষিদ্ধ প্রণয় হয় আত্মঘাতী
অমরত্ব তো ধ্বংস বানী
সত্য বলে আজ পাষণ্ড হলাম
মিথ্যা জয় হয় ক্ষণময়
বাস্তবতা কল্পনার স্বপ্ন
প্রেম কি হবে কি অক্ষয়
ইতিহাস আজ আবর্জনার স্তূপ
ক্ষমতায় আজ পশুর বর্বরতা
কবি হৃদয় জুড়ে রক্তক্ষরণ
সকল কান্না তাঁর বৃথা।
১৭-০৪-১৫
©somewhere in net ltd.