| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিদাতো আলী সরকার
একটাই দেশ, বাংলাদেশ।
কালো অন্ধকার ছেয়ে গেছে জীবন
যেখানে যাই পানি শুকিয়ে যায়
কি করবো বুঝে উঠতে পারি না
সর্বনাশে সর্বহারা হয়ে গেলাম
ভালবাসা এলো অনেক পড়ে
ধরে রাখতে পারবো কি?
অর্থ যে সর্বত্র চাওয়া
সততা দাম নাই কি?
আবেগের কোন মুল্য নেই
বাস্তবতা গলা চেপে ধরেছে
আকাশের কালো মেঘে ছেয়ে গেছে
কবি কি মরে গেছে?
ইচ্ছাগুলো বিদায় নিচ্ছে
স্বপ্নগুলো কান্না করছে
ভয়গুলো মাথা চরা দিয়ে উঠছে
রক্তগুলো ঠাণ্ডা হয়ে যাচ্ছে
প্রতিদিন হারিয়ে যাচ্ছি
নিজেকে খুজে পাচ্ছি না
একটি লাশকে সবাই দেখছে
আত্মা তো কবে চলে গেছে।
৩০-৬-১৫
©somewhere in net ltd.