![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
রাজকুমারী,
সারাজীবন তুমি যেন সুখে থাক,
সত্যিকারের রাজকুমার তোমার জীবনে আসুক,
রাজপ্রসাদে তোমার স্থান হোক,
সবার ভালবাসায় তুমি আনন্দে থাকো।
তোমার যত কষ্ট তা আমার হোক,
তোমার যত দুঃখ তা আমার হোক,
তোমার যত যন্ত্রণা তা আমার হোক,
তোমার যত দুর্ভাগ্য তা আমার হোক।
আমার যত সুখ তা তুমি পাও,
আমার যত আনন্দ তা তুমি পাও
আমার যত ভালবাসা তা তুমি পাও
আমার যত আয়ু তা তুমি পাও।
একসাথে সারাজীবন যেন আমরা পাই
সংসার, নিজেদের বাচ্চা,ভালবাসা ।
১২-৭-১৫
©somewhere in net ltd.