![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
রাজকুমারী
কিসের তোমার ভয়?
আমি আছি না।
তুমি আমায় ভালবাসতে শিখিয়েছ
তুমি আমায় নায়ক বানিয়েছ
তুমি আমায় বাঁচতে শিখিয়েছ
তুমি আমায় গল্প করতে শিখিয়েছ
রাজকুমারী
কিসের তোমার ভয়?
আমি আছি না।
বাস্তব অনেক কঠিন জানি
তাই বলে স্বপ্ন দেখতে ভুলে যাবো
অসম্ভব বলে কিছু নেই
আল্লাহু আমাদের দুটি হাত দিয়েছেন
চিন্তা করার জন্য মাথা দিয়েছেন
লড়বো আমরা
এগিয়ে যাবো
একসাথে
সবচেয়ে বড় শক্তি আমাদের ভালবাসা
ভেঙ্গে ফেলবো সবসমস্যার প্রাচীর
তুমি ভাঙ্গ, আমি ভাঙ্গি
চল একসাথে ভাঙ্গি
একদিন আমাদের ভালবাসার কাহিনী
সারা পৃথিবীতে সম্মান করবে।
বলবে একে বলেই
সত্যিকারের ভালবাসা।
রাক্ষস আর রাজকুমারীর ভালবাসা।
১১-৮-১৫
©somewhere in net ltd.