![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
তুমি নেই
তাই কবিতা লেখতে ইচ্ছে হয় না
তুমি নেই
তাই চুপচাপ থাকি সারাটা দিন
তুমি নেই
তাই জিন্দা লাশ হয়ে আছি
তুমি নেই
তাই মরতে পারলেই যেন বাঁচি
তুমি নেই
তাই সামনে আর আগাতে ইচ্ছে করে না
তুমি নেই
তাই কিছু চিন্তা করতে ইচ্ছে করে না
তুমি নেই
তাই নিঃশ্বাস নেই না
তুমি নেই
তাই ্্্্্্্্্্্,
১৫-০৯-১৫
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯
সুমন কর বলেছেন: মোটামুটি !
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২১
রেশম পোঁকা বলেছেন: তুমি নেই,
তাই উপাস মরি।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: জীবন বহতা নদী। নেই নেই এই হাহাকারের মাঝেও জীবন বয়ে চলে..