নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

ম্যাকআপ-৩

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩


খুব সুন্দর করে সাজলাম
আটমাস ধরে সাজলাম
১১১কেজি দেহ ৮৮কেজিতে
পরিণত হয়েছে

কত মজার খাওয়া সামনে দেখেও
না দেখার ভান করেছি
খিদার যন্ত্রণায়
ছটপট করেছি

একটায় আশা
এটা করলে ও রাগ করবে
ওটা করলে ও মন খারাপ করবে
এটাই তো ভালবাসা

আট মাস পর জানলাম
ভালবাসার কোন দাম নেই
এতো ম্যাকআপ করলাম
এতো স্বপ্ন দেখলাম

সব বৃথা
সব বৃথা

তাই আবার ম্যাকআপ করলাম
তুমি হয়তো আমার ভাগ্যে নেই
যে আছে তাঁর জন্য তো
সারাজীবন ম্যাকআপ করে যাবো
তবে ভালবাসার অভিনয় করবো না
সত্যি ভালবাসবো

কারণ আমি মিথ্যা ম্যাকআপ করতে পারি না
বিদায় রাজকুমারী,বিদায়
রাক্ষস আর রাক্ষস নাই
সে সাধারণ মানুষ হয়ে গেছে
সে কোনদিন রাজকুমার হতে চাইবে না
১৯-৯-২০১৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

সুমন কর বলেছেন: হাহাহাহা....... B-)

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: তাই আবার ম্যাকআপ করলাম
তুমি হয়তো আমার ভাগ্যে নেই
যে আছে তাঁর জন্য তো
সারাজীবন ম্যাকআপ করে যাবো
তবে ভালবাসার অভিনয় করবো না
সত্যি ভালবাসবো [/sb
ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.