![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আজ মসজিদে নামাজ পড়তে গিয়ে দুটি শিশুকে নামাজের জন্য বসে থাকতে দেখে খুব ভাল লাগলো। ওদের দিকে তাকিয়ে মিষ্টি একটি হাসি দিলাম। ওরা অবাক হয়ে তাকিয়ে রইলো।
আমার বাচ্চাদের সাথে কথা বলতে, ওদের আদর করতে, ওদের সাথে খেলা করতে, ওদের নতুন কোন দুষ্টুমি শিখাতে ভালো লাগতো। চাকুরী ঢুকার পর নিজেকে কেমন যেন বড় বড় লাগতো তাই আগের এই ভালো লাগাটা কেন যেন কমে গেছে। আমার মনটা কিন্তু শিশুর মতো। তাই শিশুরা আমাকে খুব পছন্দ করে।
পৃথিবীর নোংরা মানুষের ভণ্ডামি, তাদের বড়ত্বের ভাব আমারও ভাল লাগে না, আমার বন্ধুদের অর্থাৎ শিশুদেরও ভাল লাগে না। আমি যেমন বড় হইনি, ওরা হতে চায় না। কিন্তু ওদের হতে হয় এবং আমার সাথে ওদের বন্ধুত্ব শেষ হয়ে যায়। কিন্তু আমার আবার নতুন বন্ধু জুটে যায়। কারণ সব মানুষই শিশু হয়ে জন্মায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভালো লাগা কথা বলেছেন ।