![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
রঙ্গিন ছিল সব কিছু
অনেক কথা ছিল
অনেক যন্ত্রণা ছিল
অনেক কষ্ট ছিল
তবু রঙ্গিন ছিল জীবন
এপার ছিল আবার ওপার ছিল
মিথ্যা ছিল আবার সত্য ছিল
ঘৃণা ছিল আবার প্রেম ছিল
তারপরেও সব রঙ্গিন ছিল
এখন সব সাদা কালো হয়ে গেছে
বেঁচে আছি সাদা কালোর মাঝে
জীবনটা কেমন হয়ে গেল
সাদা কালো
সাদা কালো ।
৩-১০-১৫
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: এখন সব সাদা কালো হয়ে গেছে
বেঁচে আছি সাদা কালোর মাঝে
জীবনটা কেমন হয়ে গেল
সাদা কালো
সাদা কালো । [/sb
সত্যই বলেছেন ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৫
জে এম নাদিম হোসেন বলেছেন: দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, হাসি, কান্না যে জীবনে আছে, সেটাই রঙ্গিন জীবন