নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

সেদিন তাঁর উত্তর যেন হ্যা হয়

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫

বিয়ে মানে শুধু দুইটি জীবন এক হওয়া নয়, দুইটি পরিবারের মিলন। বরের দায়িত্ব অনেক,কিন্তু কনের দায়িত্ব বিশাল। নতুন এক পরিবারে এসে, নতুন এক মানুষের সাথে সারা জীবন মানিয়ে চলা। বরের উচিত, কনেকে এই পরিবেশে মানিয়ে চলতে সব রকম সাহায্য করা। একজন আরেকজনকে ভালবেসে, মিলে মিশে জীবনটা যেন সহজ সরল ভাবে চলতে পারে তাঁর চেষ্টা করা। আর একজন আরেকজনকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করা। দুজনের মধ্যে ভালবাসার প্রতিযোগিতা করা উচিত, কে কাকে বেশি ভালবাসতে পারে। একজন আরেকজনের জন্য দোয়া করা উচিত। যতই কষ্ট আসুক, একজন আরেকজনকে কখনো যেন ভুল না বুঝে। আমি যদি বিয়ে করি, তবে একবারই করবো। তাঁকে অবশ্যই সম্মানের সাথে আমার কাছে রাখবো। আমি জানি না আমি কত ভালো বা খারাপ, আমি ওর জন্য যতটা ভালো হওয়া যায় তা আমি সারাজীবন চেষ্টা করবো। বিয়ের ৫০তম বছরে আমি তাঁকে অবশ্যই প্রশ্ন করবো, আমি কি তোমায় আজও ভালবাসি যা বিয়ের প্রথম দিন ভালবেসেছিলাম? আশা করি, সেদিন তাঁর উত্তর হ্যা হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.