![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আজ অফিসে যাওয়ার পথে দেখি একটা মেয়ে কুকুর রাস্তায় খাবার খুঁজছে। আমি যাওয়ার সময় আমার পাশ ওটা দিয়ে যাচ্ছে। আমার দিকে করুণ ভাবে তাকিয়ে ছিল। আমার কাছে একটা ৫টাকার নোট আর আরেকটা ৫০০ টাকার নোট ছিল। সামনে একটা দোকান ছিল। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। হঠাৎ কুকুরটার জন্য করুণা হল। হয়তো বেচারি নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় বলে ও নিজের জন্য খাবার খুঁজছে। আমি দোকানে ফিরে একটা ৫ টাকায় কিছু পাওয়া যায় কিনা তা খুঁজলাম। একটা কেক জাতীয় কিছু পেলাম। কুকুরটা খুঁজতে গেলাম। ওটা বোধহয় ওর বাচ্চার কাছে চলে গেছে তাই পেলাম না। আমার অনেক কষ্ট লাগলো। কেকটা যাওয়ার পথে এক ফকিরকে দিয়ে দিলাম। জীবনে আমরা চলার পথে অনেক মানুষের সাথে মিশি। আমি হয়তো খুব কম মিশিছি। তাদের খারাপ সময় দেখেও না দেখার ভান করি। সময় মতো উপকার না করে যদি আমরা সামনে এগিয়ে যাই, আবার তাদের সাহায্য করতে যাই তখন হয়তো তাদেরকে আর নাও পেতে পারি। ঠিক সময় ঠিক কাজ করতে হয়। না হলে সারাজীবন আফসোস করেও লাভ নাই।
©somewhere in net ltd.