নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

ভালবাসাটা অনেক কঠিন ছিল

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

ভালবাসার অনেক রূপ দেখেছি
কখনো কঠিন আবার কখনো সরল
ভালবাসাকে আঁকড়ে ধরতে চেয়েছি
ভালবাসা তত নির্দয় হয়ে গেছে

আমি অঙ্গীকার করেছিলাম
আমি আমার ভালবাসাকে
সারাজীবন লালন করবো
কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে
তাকে টয়লেট প্যাপারের মতো
ইউস করে ফেলে দিয়েছি

আমি আসলে কোন প্রেমিক নয়
একটা নির্লজ্জ জানোয়ার
প্রতিদিন আয়না নিজেকে দেখে
বিশ্রি ভাবে হাসি

মাগুরার একটা ছোট মেয়ে
কতই তার বয়স
কত স্বপ্ন ছিল ওর চোখে
আমি সব ভেঙ্গে দিয়েছি

কষ্ট লাগে
খুব কষ্ট লাগে
না পাওয়ার কষ্ট নয়
মিথ্যা বলার কষ্ট

আমি এখনও মিথ্যা বলে চলেছি
নিজের সাথে, নিজের বিবেকের সাথে

একদিন আমার এই যন্ত্রণা আমাকে শেষ করে দিবে
আমি সেই দিনের অপেক্ষায় আছি।
২৯-১২-১৫

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

কল্লোল পথিক বলেছেন: একদিন আমার এই যন্ত্রণা আমাকে শেষ করে দিবে
আমি সেই দিনের অপেক্ষায় আছি।
বেশ হয়েছে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০০

রক্তিম দিগন্ত বলেছেন: কবিতায় কবিতায় গল্প।

ভাল লাগছে। +

আমি অঙ্গীকার করেছিলাম
আমি আমার ভালবাসাকে
সারাজীবন লালন করবো


এইটুকের সাথে আমার মিল আছে।

আর তারপরের টুকুতে একটু আলাদা। টয়লেট প্যাপার বানাইনি এখনো। হবেও না।

তবে শেষের সাথে আমারও মিল আছে।

একদিন আমার এই যন্ত্রণা আমাকে শেষ করে দিবে
আমি সেই দিনের অপেক্ষায় আছি।


হ্যা অপেক্ষায় আছি আমিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.