![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
সৌরভ প্রায় শান্তির কাছে যায়
শান্তি পেতে
সুখের কাছে যায়
সুখ পেতে
প্রশান্তির কাছে যায়
প্রশান্তি পেতে
সৌরভ,
তুমি যার কাছে যাও
ওরা যাই দিক
ভালবাসা তোমায় দিতে পারবে না ।
ভালবাসার মানুষকে ভালবেসে যাও
তবেই ভালবাসা পাবে।
কিন্তু বেশী ভালবাসতে যেয়েও না
কান্না ছাড়া কিছুই পাবে না।
১৮-১-১৬
©somewhere in net ltd.